
পটুয়াখালীতে ডিসি বাংলো একাদশ বনাম সার্কিট হাউস একাদশ’র মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৩১ জুলাই বুধবার বিকালে পটুয়াখালীর ঝাউতলা ও শহীদ মিনার সংলগ্ন বালুর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ টি অনুষ্ঠিত হয়।
এ ফুটবল প্রীতি ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোঃ নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক, পটুয়াখালী। এ প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠান টির সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ রেজাউল করিম।
এসময় পটুয়াখালী জেলা প্রশাসক’র কণ্যা ও জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ, সাংবাদিকরা এবং বিপুল সংখ্যক জনতা এ প্রীতি ফুটবল ম্যাচ টি দেখেন। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে ডিসি বাংলো একাদশ -২ গোল করেন। অন্যদিকে সার্কিট হাউস একাদশ-৩ গোল দিয়ে বিজয় লাভ করেন।