কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন দেশের কবি সাহিত্যিক শিক্ষাবিদ সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডে ব্যানার ও ফেস্টুন হাতে তারা মানববন্ধন শুরু করেন।
মানববন্ধনে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.আনোয়ারউল্লাহ চৌধুরী,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ড.দিলারা চৌধুরী,শিক্ষাবিদ প্রফেসর ড.দিলারা চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন গাজী,কবি আবদুল হাই শিকদার,মুক্তিযুদ্ধের সংগঠক প্রফেসর ডা.সিরাজ উদ্দিন আহমেদ,আইনবিদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইথুন বাবু প্রমূখ।
ডিআই/এসকে