
বিপ্লবী বীর তুমি রেখে গেলে এই বাংলায় বীর হামযার হুঙ্কার
সাহসী তুমি, চির নন্দিত তুমি আবু সাঈদ বাংলার অহংকার।
বুলেটের সামনে বুক পেতে দিলে অকুতোভয়
পিছু হটলেনা তুমি, করে নিলে ন্যায্য দাবী আদায়।
ওরা নির্মম, ওরা যালিম, ওরা স্বৈরাচার
রক্তের উল্লাসে ওরা করছে হত্যা নির্বিচার
সাধারণ ছাত্র ওরা চেয়েছিল নিজেদের অধিকার।
কী অপরাধ ওদের, কলঙ্ক দিলে রাজাকার?
পুলিশ- ছাত্রলীগ নির্দয় বুলেটে বুক করছে ঝাঁঝরা
লাশের মোড়কে আর্তনাদ করছে নিরীহ ছাত্ররা।
কোঠার বিরুদ্ধে আন্দোলন করে, ওরা করেছে কী অন্যায়?
সবাই ছাত্র ওরা, ওদের নেই কোন রাজনৈতিক পরিচয়।
লাশের মোড়কে দেশবাসী করছে আর্তনাদ!
আবু সাঈদ তুমি স্বৈরশাসকের নীরব প্রতিবাদ।
স্মরণীয় তুমি, বরণীয় তুমি, তুমি বাংলার গর্ব
ওরা নিষ্ঠুর, ওরা হায়েনা, ওরা অথর্ব!
আরেকবার জেগে ওঠো বাংলার মানুষ
এখনো কি টনক নড়েনি তোমাদের, ফিরেনি কী হুঁশ?
স্বাধীন বাংলার অলিতে-গলিতে পড়ে আছে লাশ বেহিসাব
চুকাতে হবে অনেক রক্তের হিসাব।
রণবীর আলী হায়দার হয়ে আরেকবার গর্জে ওঠো বাংলাদেশ
নয়তো চিরতরে মুছে যাবে এই স্বাধীন পতাকা, তুমি হবে শেষ!
আর চুপ করে থেকোনা, ছুটে এসো যালিমের মসনদ করো চূর্ণ
লাশের স্লোগান আর মজলুমের চিৎকারে সারা দেশ হয়েছে পূর্ণ ।