
চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক হাসান মেহেদীসহ চার সাংবাদিককে হত্যার বিচার চেয়ে বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সাধারণ সাংবাদিক সমাজ কর্তৃক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ।
উক্ত সংগঠনের আহবায়ক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদ-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তাদের সংগঠন কর্তৃক একাধিক ব্যানারে উপস্থিত ছিলেন-ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম, জাতীয় রিপোর্টার্স ক্লাব,পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিট, জার্নালিষ্ট কমিউনিটি অব বাংলাদেশের,গ্লোবাল জার্নালিষ্ট কাউন্সিল ইন বাংলাদেশ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন,এশিয়ান জার্নালিষ্ট সোসাইটি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন,খিলক্ষেত প্রেসক্লাব, কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব,কদমতলী সাংবাদিক ক্লাব,শ্যামপুর প্রেসক্লাব,ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি,ডেমরা থানা প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ আরো একাধিক সাংবাদিক সংগঠন এবং সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে