ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

নান্দাইলে জনবল সংকটে ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

ময়মনসিংহের নান্দাইলে জনবল সংকট ও নানান সমস্যা নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথা উপজেলা সদর হাসপাতাল। এছাড়া হাসপাতালটির ভিতর ও বাহিরে পরিষ্কার-পরিচ্ছন্নতার যথেষ্ট ত্রæটি রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে জনবল সংকটের কারণে উপজেলার প্রায় ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে হাসপাতালে সন্তান প্রসবে সাধারণ ডেলিভারী ও সিজারীয়ান ডেলিভারীর সেবার মান বৃদ্ধি পেয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট যোগদানের পর থেকে সাধারণ ডেলিভারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্ত হাসপাতালে সরকারী মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২৪১জন। অথচ বর্তমানে কর্মরত আছেন ১৭২ এরও কম। ৬৯টি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। বিশেষ করে ডাক্তার পদ শূন্যতা রয়েছে সবচেয়ে বেশী। বর্তমানে ১৩জন মেডিকেল অফিসার ও ৫ জন জুনিয়র কনসালটেন্ট এর পদ শূন্য রয়েছে। তৃত্বীয় শ্রেণীর পদ ১৭৮টি পদের মধ্যে কর্মরত ১৫০, শূন্য আছে ২ ৮জন। হাসপাতালে ২টি ইসিজি,১টি এ·রে ও ১টি আল্ট্রাসনোগ্রাফি মেশিন সচল রয়েছে। তবে বিদ্যুৎের বিকল্প ব্যবস্থা জেনারেটর মেশিন সচল না থাকায় দূর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতালে থাকা রোগী ও রোগীর স্বজনদেরকে।

হাসপাতালে সরকারি ৪টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩টি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যে অ্যাম্বুলেন্সটি ভালো আছে, তাও প্রায় সময়ই নানান সমস্যা থাকে বলে জরুরি প্রয়োজনে তা ব্যবহার করতে দেখা যায় না। রোগীদের টয়লেটের অবস্থাও নাজুক, যা ব্যাবহার
অনুপযোগী। অপরদিকে হাসপাতালের আউটডোরের অবস্থাও অপরিষ্কার-অপরিচ্ছন্ন। হাসপাতালটি সিসি ক্যামেরার আওয়তায় থাকা সত্বেও রোগীদের নিরাপত্তা কোন ব্যবস্থার জোরদার হচ্ছে না। প্রায়ই আউটডোরে ছিনতাইয়ের কবলে পড়া রোগী বা রোগীর জনদের চিৎকার শোনা যায়। হাসপাতালে এ·রে, রক্ত ও কফ পরীক্ষা, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সিজারিয়ান চিকিৎসা সেবা
চালু হলেও হাসপাতালে আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার ও দারেয়ান সহ পরিচ্ছন্নতাকর্মীর জনবল শূন্য থাকায় রোগীদের সেবা প্রদানে যেন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মীকে
আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে। যা দিয়ে পুরো হাসপাতালটি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পাশাপাশি হাসপাতালের ডাক্তার,নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। যা বসবাসের অনুপযোগী। এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট বলেন, অত্র হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীর অভাব, মাত্র ১ জন পরিচ্ছন্ন কর্মী আছে। ফলে সবকিছু যথাসময়ে পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। এখানে মাস্টাররোলে কয়েকজন লোক কাজ করছে।এ ছাড়া হাসপাতালে জনবল সংকট ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩টি অ্যাম্বুলেন্সের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে।

শেয়ার করুনঃ