
ভরবো মাছে মোদের দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার দিপংকর দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লেকে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্যচাষকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার শুভ সূচনা করেছিলেন, তিনি আরো বলেন মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্ৰাধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারী জনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এমপি,কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু,কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরিম আলি মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছু, আনোয়ার হোসেন, আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক মারুফ হোসেন, শিমুল হোসেন, আলমগীর হোসেন, সহ উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী, সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরেণ।