
মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর সনাক্ত হওয়ার পরও গ্রেপ্তার হয়নি চোর। রবিবার (২১ জুলাই) রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামের ব্যবসায়ী মনির মৃধার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ব্যবসায়ী মনির মৃধা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,আমি ব্যবসার সুবাধে ঢাকায় বসবাস করি। গত- ২১জুলাই দিবাগত রাত্র অর্থাৎ ২২ জুলাই রাত্র অনুমান ১ ঘটিকা থেকে রাত্র অনুমান ৩ ঘটিকার মধ্যে আমার বাসার কেয়ারটেকার ইদ্রিস মিয়া (৬৫) ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ৪ টি হাড়ি পাতিল, যাহার মূল্য অনুমান ৪,০০০০/- টাকার মালামাল চুরি হয়। উক্ত বিষয়ে এলাকার লোকজনের সহায়তায় খোঁজা খুঁজি করিতে থাকি। খোঁজা খুঁজি করাকালে জানতে পারি যে, কোলাপাড়া বাজারের দোকানদার আব্দুল কাদির এর নিকট বিবাদী আয়নাল হোসেনের ছেলে প্রান্ত (২৪)বিক্রি করেছে। সংবাদের ভিত্তিতে আমরা উক্ত দোকানে গিয়া বাজার কমিটির মাধ্যমে আমাদের মালামাল সনাক্ত করি এবং চোরাইকৃত মালামাল কমিটির হেফাজতে গচ্ছিত রাখি। বর্তমানে চোর পলাতক রয়েছে। বাড়ির মালিক ব্যবসায়ী মনির মৃধা বলেন, আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে আমার ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে চোরের দল। এর আগে আমার আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্যামেরা চুরি হয়েছে। কোলাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন হোসেন বলেন, চুরির খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করা মালামাল বাজারে বিক্রি করতে গিয়ে চোর প্রান্ত কে সনাক্ত করে এলাকাবাসী। এ বিষয়ে শ্রীনগর থানার এসআই আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।