
পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী’র আয়োজনে ৩১ জুলাই বুধবার সকালে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।পরে র্যালী অনুষ্ঠিত হয়।এরপর পটুয়াখালী শিল্পকলাএকাডেমীতে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ নূর কুতুবুল আলম,জেলা প্রশাসক,পটুয়াখালী। এসময়এ সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন জুবায়ের (পিপিএম),পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড,সাজেদুল হক,পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফা্ত আরা জামান উর্মি,পটুয়াখালী পৌরসভা’র প্যানেল মেয়র সৈয়দ আকলিমুনেছা রুবি ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। এ সভায় সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাফুজুর রহমান। এসময় উক্ত সভায় এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি খন্দকার মোঃ মিজানুর রহমান ( মামুন)।এ পোনামাছ অবমুক্ত, র্যালী, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মৎস্যজীবী,জেলে,খামারী, উদ্যােগক্তা, মৎস্যচাষী, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নানা স্তরের কর্মকর্তা – কর্মচারী গন এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত সভা শেষে ৪ জন মৎস্যচাষী বা উদ্যােক্তা কে ক্রেস্ট (পুরস্কার ) প্রদান করা হয়। এসময় কার্প জাতীয় ও পাঙ্গাস মাছ চাষের জন্য পটুয়াখালী সদর উপজেলার মোঃ হালিম চৌধুরী, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ও আইর মাছ চাষের জন্য দশমিনা উপজেলার মোঃজামাল হোসেন, কার্প জাতীয় ও পাঙ্গাস মাছ চাষের জন্য দুমকী উপজেলার মোঃআল- আমিন মৃধা এবং কাপ জাতীয় মাছ চাষের জন্য রাঙ্গাবালী উপজেলার মোঃ হানিফ সরদার কে ক্রেস্ট প্রদান করেন উক্ত সভার প্রধান অতিথি মোঃনূর কুতুবুল আলম, জেলা প্রশাসক, পটুয়াখালী।