
দেশর চলমান সংকট সামনে রেখে বরগুনার বেতাগীতে নতুন প্রজন্মক উজ্জীবিত করত ‘সকল সহিংসতা ও বৈষম্যের হউক অবসান উপজলা গড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান’- এ শ্লাগান অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযাগিতা।
বুধবার (৩১ জুলাই ) বিকল যুব ফারাম বেতাগী উপজলার আয়াজনে প্রত্যান্ত পল্লী হোসনাবাদ ইউনিয়নর খাঁনের হাট বাজার মাঠ বর্ণাঢ্য আয়াজন এ কাবাডি প্রতিযাগিতার খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।
নাগরিক জীবনর ব্যস্ততায় হারিয় যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে খাঁনের হাট বাজার মাঠ জড়া হয় কয়ক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।
খেলায় অংশ নেয় যুব ফোরাম একাদশ বনাম হাসনাবাদ যুব টিম। এ সময় সমাপনী খেলায় হোসনাবাদ যুব টিমক পরাজিত কর যুব ফোরাম একাদশ চ্যাম্পিয়ন হয়।বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্ব এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন বেতাগী উপজলা পরিষদ চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান।বেতাগী উপজলা যুব ফোরাম এর আহ্বায়ক মা: খাইরুল ইসলাম মুনা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বেতাগী প্রসক্লাবর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মা: শামীম সিকদার, বরগুনা জেলা নাগরিক প্লাটফর্মর সদস্য মা: রফিকুল ইসলাম, হোসনাবাদ ইউনিয়নর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মা: সিদ্দিকুর রহমান, যুব ফারাম এর সদস্য মা: সুমন মিয়া ও মা: ইমাম প্রমুখ।এ সময় বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এ গ্রামীণ ঐতিহ্যর এক সময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনকটাই বিলুপ্তির পথে। তাই গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগান বা খেলা জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো কাবাডি খেলা। কি কাললর আবর্ত সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয় রাখতে হবে।