
চট্টগ্রাম নগরীর একাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কের ফুটপাতের বেহাল দশা। ব্যস্ততম,জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ কাজীর দেউড়ি,আলমাস হয়ে ব্যাটারি গলি ও চট্টেশ্বরী মোড় সড়কের উভয় পাশের ফুটপাতের স্ল্যাব গুলো ঝুঁকিপূর্ণভাবে পরে আছে।
প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। সম্প্রতি নগরীর সড়কের উভয় পাশের নালার ভিতর দিয়ে নেটওয়ার্ক সংস্থা ও চসিকের যৌথ উদ্যোগে লাইন সন্চাল করা হচ্ছে। ফলে ফুটপাতের স্ল্যাব উত্তোলন করে কাজ সমাপ্তী পরবর্তী যথাযথভাবে ফিটিংস না করে দায়সারা ভাবে কাজ শেষ করে চলে যাচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শ্রমিকরা। স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ এমনিতেই সড়কের উভয় পাশের সরু ফুটপাত নানান ভাবে দখল হয়ে আছে।দোকানিদের পণ্য সামগ্রী ফুটপাত দখল করে চলাচলের রাস্তায় রাখা হয়েছে।তার উপর বিভিন্ন সময় নালা পরিষ্কার, নেটওয়ার্ক, বিদ্যুৎ ও ওয়াসার কাজের জন্য ফুটপাতের এইসব স্ল্যাব গন গন উত্তোলন, কাজ পরবর্তীতে দায়সারা ভাবে ফিটিং করে চলে যাওয়ার পর, দিনে, রাতে প্রতিনিয়ত শিশু কিংবা বৃদ্ধ বয়সী পথচারীরা এইসব পথে চলাচলের সময় অসাবধানতাবশত ঝুঁকিপূর্ণ স্ল্যাবে পা দিয়ে নালায় পরে মারাত্মক আহত হয়। অনেকেই পঙ্গুত্বও বরন করেছেন।এই সব বিষয় বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত কার্যসম্পাদন পরবর্তী তদারকি করে যতাযত ব্যবস্থা নেয়া।এই বিষয়ে নেটওয়ার্ক লাইন সন্চালন কাজের দায়িত্বে নিয়োজিত রাসেল বাবুর সাথে কথা বললে তিনি জানান স্পটে গিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।