
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৭জন রোগীর মাঝে চেক বিতরণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন। তিনি ৬৭জন রোগীর মাঝে জনপ্রতি এককালীন ৫০হাজার টাকার চেক সর্বমোট ৩৩লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন এবং দেশের অসুস্থ রোগী ও বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে স্রষ্টার নিকট দোয়া প্রার্থনা করেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় ঝিকরগাছা উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটার সময় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পে মাননীয় জাতীয় সংসদ সদস্যের সৌজন্যে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।