
রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীর কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর সার্কেল।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর মিরপুর সার্কেলের ইন্সপেক্টর মো.সাইফুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাজার রোডের পিক আপ স্ট্যান্ডে চেক পোস্টে বসিয়ে তল্লাশী চালানো হয়। এই সময়ে সুজুকি জিক্সার মডেলের একটি মোটরসাইকেলকে থামিয়ে মটর সাইকেলে বসা মো. মাহাবুবুল আলম (২৬) ও মো.জীবন (২৬)কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ এবং মটরসাইকেলের বসার সীটের ভিতর লুকিয়ে রাখা চার হাজার পিস উদ্ধার করা হয়
তিনি আরও জানান,ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিএমপি দারুস সালাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিআই/এসকে