কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক নিরাপত্তা স্বার্থে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজধানীর মিন্টো রোডে। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
প্রায় দেড় ঘণ্টা ধরে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। নাহিদের পরিবারের মধ্যে রয়েছে নাহিদের মা মমতাজ বেগম,তার দুই ফুপু,এক খালা ও তার স্ত্রী।
রোববার (২৮ জুলাই) বিকেলে সাড়ে ৪ টায় মিন্টো রোডে নাহিদের পরিবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নাহিদের মা মমতাজ বেগম বলেন,আমরা নাহিদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিন্টো রোডে প্রবেশ করতে দেয়নি। নাহিদের স্ত্রী ও খালা পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ তাদের জানায় ভিতরে যাওয়া যাবে না।
এদিকে সরেজমিনে দেখা যায়,মিন্টো রোডে ঢুকার দুই পাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাশে দুপুর থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এর মাঝখানে রয়েছে ডিবি কার্যালয়। দুপুর থেকে মিন্টো রোড এলাকায় যানচলাচল ও জন সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করে রেখেছে। এছাড়া মিন্টো রোড এলাকায় বাড়িতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। নাহিদের পরিবার। মিন্টো রোডের পূর্ব পাশ্ব দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলো।
তাদের পূর্ব পাশ্বের ব্যারিকেড থেকে ফিরিয়ে দিয়েছে এপিবিএন পুলিশ সদস্যরা। মিন্টো রোডে ডিবি পুলিশ, থানা পুলিশসহ এপিবিএন মোতায়েন করা হয়েছে।
ডিআই/এসকে