দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের বিকাল ৩টা থেকে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোবাইল অপারেটরের পাশাপাশি এমএফএস কোম্পানি বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং বিটিআরসি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বন্ধ থাকার ফলে গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে ৩ দিন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
বিভিন্ন গ্রাহক সূত্রে জানা গেছে, বর্তমানে ৪জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। পরবর্তীতে ৫জি চালু করা হবে। তবে অপেক্ষার তুলনায় কিছুটা ধীরগতিতে কাজ করছে মোবাইল ইন্টারনেট। অনেক ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেটটি বন্ধ করে আবার চালু করার পর ইন্টারনেট কাজ করছে।