আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মহিলা লীগের উদ্যোগে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুরন্নাহার জেবু সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদা (লীনা), মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিখা রানী সরকার, সাংগঠনিক সম্পাদক রুনা পারভিন, মা ও শিশু বিষয়ক সম্পাদক খোদেজা খাতুন, সদস্য লিপি সুলতানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে বলেন কেন্দ্রীয় ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।