ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি

অপ্রীতিকর ঘটনা এড়াতে বায়তুল মোকাররম ঘিরে কঠোর নিরাপত্তা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা ঢাকা শহরে নাশকতা সহিংসতা ঘটনায় চিরুনি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আজ শুক্রবার (২৬ জুলাই) বায়তুল মোকাররম সহ ঢাকা শহরে বিভিন্ন মসজিদে বিক্ষোভের শঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিশেষ করে রাজধানীর পল্টনস্থ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় সেজন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ডিবি,র‍্যাব ও বিজিবি সদস্য।

ডিএমপি’র কর্মকর্তারা বলছেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বায়তুল মোকাররম কেন্দ্রিক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার পল্টন মোড় ও বায়তুল মোকাররম সরেজমিনে দেখা যায়,পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে প্রবেশের মুখের পশ্চিম পাশ্বে স্বশস্ত্র অবস্থায় মোতায়েন দেখা গেছে দুই গাড়ী বিজিবি সদস্যদের।

দক্ষিণ গেটে টহলে ও নিরাপত্তায় সতর্ক অবস্থায় র‍্যাব-৩ এর সদস্যরা। আর বায়তুল মোকাররমে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ সদস্য। তবে গেইটে মুসুল্লিদের প্রবেশ বিশেষ তল্লাশী ও কড়াকড়ি লক্ষ্য করা যায়নি।

বায়তুল মোকাররম কেন্দ্রিক বাড়তি নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার(অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন,কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।

আজ বায়তুল মোকাররমকহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হতে পারে। সতর্কতা হিসেবে বায়তুল মোকারর ঘিরে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোনো অপ্রীতিকর কিছু না ঘটে। সে জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

পাশাপাশি বায়তুল মোকাররমের পশ্চিম পাশে রাস্তায়, নাইটিংগেল,দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

অন্যদিকে আজ শুক্রবার(২৬ জুলাই) কেন্দ্রীয় যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দকে বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ আদায় ও সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ