
চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার এক সময়ের বহুল আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারকে আটকের ৬ ঘন্টা পর সাতকানিয়া লোহাগড়ার এমপি এম.এ মোতালেবের হস্তক্ষেপে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সাতকানিয়া থানা পুলিশের বিরোদ্ধে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটণ সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা। এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ছাত্রদের কোটা আন্দোলনকে পুঁজি করে তান্ডব চালানো দুষ্কৃতকারীদের গ্রেফতারের অভিযানে নামে সাতকানিয়া থানা পুলিশ। এসময় এলাকার আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারসহ জামায়াত বিএনপির আরো ৮/১০ জনকে শুক্রবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের মধ্যে জমির মেম্বারসহ ৪/৫ জনকে সাতকানিয়া থানার ওসি মোটা অংকের উৎকোচ নিয়ে রাতের আঁধারে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্হানীয় আওয়ামী লীগের একাধিক নেতা কর্মিরা। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জমির মেম্বারকে আটকের বিষয় স্বীকার করে বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসলে স্হানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় এসে জমির মেম্বার আওয়ামী লীগের একজন প্রকৃত নেতা দাবী করে তাদের জিম্মায় থানা থেকে ছাড়িয়া নিয়ে যায়। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি খতিয়ে দেখবেন বলে জানান। অপরদিকে সাতকানিয়া-লোহাগাড়ার আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন,রাহাজানি, ছিনতাই চুরি ও ডাকাতি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান স্হানীয়রা। এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, সাতকানিয়া-লোহাগাড়া আসনে এম,এ মোতালেব সিআইপি এম,পি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার আইন শৃংখলা পরিস্থতি তদারকি না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।