ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার

ঝালকাঠিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ: পুলিশের সাথে সংঘর্ষে আহত ৫

ঝালকাঠির রাজাপুরের সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ব্যনারে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে ঝালকাঠি থেকে দূরপাল্লার বাস চলাচল সকাল ৮টা থেকেই বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করে বিকেল ৩টায় শেষ করলে প্রায় ৫ ঘন্টা ধরে খুলনা-বরিশাল, পাথারঘাটা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে কয়েক দফা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়।কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকরাও একাত্মা ঘোষণা করেছে। দুপুরে জোহরের নামাজ আদায় করেন আন্দোলন কারী শিক্ষার্থীরা।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান,শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার হয়েছে। এছাড়া যান মালের যাতে কোন ক্ষতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে জেলার কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে স্থানীয় আওয়ামীলীগ ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।বাস মালিক সমিতি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে সকালে দুইটা বিআরটিসি বাস চলাচল করে।এরপর থেকে বরিশাল থেকে আর কোন বাস ছাড়েনি। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কোন যানবাহন চলাচল করেনি।

পুলিশ সূত্র জানায়, রাজাপুর মেডিকেল মোড়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কোন ধরনের সহিংসতা হয়নি। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেয়। রাস্তার গাছের গুড়ি ফেলে যান চলাচল আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রাজাপুরের কর্মসূচি সমাপ্ত করেছে।

কাঁঠালিয়া উপজেলা বাসস্ট্যান্ডে কোটা সংস্কারের দাবিতে অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।পরে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।এতে আন্দোলনকারীদের মধ্যে অন্তত ৫ জন আহত হয়েছেন।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, রাজাপুরে পুলিশি ব্যারিকেডের মধ্যেই কোন ধরনের সহিংসতা বা ভাঙচুর ছাড়াই অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে তাদের সাথে কথা বললে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা। কাঠালিয়ায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

শেয়ার করুনঃ