
রাজশাহীর বাগমারায় জোর পূর্বক সরকারী জমি দখল করে মাছচাষ করার অভিযোগ পাওয়া গেছে। সরকারী জায়গা উন্মুক্ত রাখতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। জানা গেছেউপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর-ইসলাবাড়ি গ্রামের মাঝখান দিয়ে একটি দাড়া দিয়ে যুগযুগ ধরে পানি প্রবাহিত হয়। সম্প্রতি ওই প্রবাহিত বিলের পানি নামার দাড়া বন্ধ করে স্থানীয় প্রভাবশালী মমতাজ উদ্দিন, মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ কতিপয় দখল করে বাঁধ নির্মাণ করে মাছচাষ করার পাঁয়তারা করছে। এর আগে ওই জায়গায় বাঁধ দিয়ে পুকুর খনন করার অভিযোগে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়। আবারো ওই জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষের প্রক্রিয়া করছে বলে অভিযোগ করা হয়। অভিযোগকারী ইসলাবাড়ি গ্রামের আবেদ আলী জানান, ইসলাবাড়ি ও নরসিংহপুর গ্রামের পাশে একটি জলাশয় ছিদ্রীরপুর নামক মোড়ের উত্তর পাশে অবস্থিত দাড়ি নামক স্থান। আশে পাশের গরীব দুখী লোক ওই সরকারী জায়গায় প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু একটি মহল সরকারী জায়গায় বাঁধ দিয়ে দখল করে পোনা মাছ তৈরি করতে গভীর নলকূপ থেকে পানি জমা করছে। ইত:পূর্বে জায়গাটি দখল করার চেষ্টা করলে স্থানীয উপজেলা প্রশাসন লাল নিশান টাংগিয়ে দখল মুক্ত করে। এ ঘটনার পর আবারো স্থানীয় ওই কতিপয় দুস্কৃতিকারীরা আবারো বাঁধ দিয়ে মাছ চাষের চেষ্টা করছে বলে অভিযোগে দাবি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম বলেন, সরকারি আইন ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।