
রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জুলাই ) বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে,কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬২ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাব এয়ার উইং।
এর আগে সকাল থেকে কোটা সংস্কার আন্দোলনরতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল,রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
একপর্যায় পুলিশ পিছু হটে এবং কানাডিয়ান ইউনিভার্সিটিতে ঢুকে যায়। সেখানে আন্দোলনরতরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায় ক্যাম্পাস ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশকে মারধর করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ ভবনের ছাদে চলে যায়। দীর্ঘসময় সেখানে অবরুদ্ধ থাকার পর র্যাবের হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধার করে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘিরে উত্তাল সারা দেশ। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে।
সূত্র বলছে,তিনটার আগে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। পরে আবারও ওই ভবনের আশপাশে হেলিকপ্টার টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে,আটকে পড়া সবাইকে একে একে র্যাবের হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের সঙ্গে এই আলোচনার জন্য প্রধানমন্ত্রী দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষার্থীদের‘কমপ্লিট শাটডাউন’ চলার মধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গণভবন গেটে হাজির হয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের একথা বলেন।
ডিআই/এসকে