
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি সহ ১ জনকে আটক করা হইয়াছে। গত ২৪ ঘন্টায় আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাইশিমুল চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজি সহ তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত আসামি হল আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের মিনারকোট গ্রামের মৃতঃ মালু ভুইয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের তুলাইশিমুল চকবাজার এলাকার জাহিদ ভেরাইটিস ষ্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আখাউড়া থানা এস আই মোঃ মশিউর রহমান, এস আই মোবারক আলম, এস আই এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম ৮ হাজার পিছ ইয়াবা ও সিএনজি সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৮ হাজার পিছ ইয়াবা ও সিএনজি সহ তাকে আটক করা হইয়াছে। তাহার বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলার রোজু করা হয়েছে। মাদক কারবারি এবং মাদক ব্যবসায়ী যে দলেরই হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।