
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দেশব্যপি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল চলাচল। তবে নেই কোন যাত্রীর চাপ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকপ কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখাগেছে,স্টেশনে যাত্রীর কোন চাপ নেই। টিকিট কাউন্টারের সামনে নেই কোন লাইনও। তবে নির্দিষ্ট সময় পর পর শিডিউল মেনে চলাচল করছে মেট্রোরেল।
এদিকে বেলা ১২টা ২০ নাগাদ আইসিবি ইসলামিক ব্যংক সংলগ্ন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিপরীত পাশের গেটটি বন্ধ করে দিতেও দেখা গেছে।
কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাস্টকার রিলেশন অফিসান জুয়েল আহম্মেদ বলেন,নিয়ম ও শিডিউল মেনে মেট্রোরেল চলাচল করছে। তবে অন্যদিনের তুলনায় যাত্রীর চাপ একদমই কম। রুটিন মাফিক যাত্রীরা চলাচল করছে অতিরিক্ত যত্রীর কোন চাপ নেই।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ,বিজিবি,র্যাব,সোয়াটের ন্যাক্কারজনক হামলা ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টায় এই কর্মসূচির ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
তিনি বলেন,শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ,বিজিবি,র্যাব,সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ,খুনিদের বিচার,সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।
তিনি আরও বলেন,এসময় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয়,মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না,দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবারবার (১৮ জুলাই) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিআই/এসকে