
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে কোটা বিরোধী শ্লোগানে মিছিল বের করে। মিছিলটি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় এসে পুলিশি বাধার মুখোমুখি হয়। পুলিশি বাধায় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া শ্লোগান দিতে দিতে সামনে এগিয়ে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে চেয়েছিলেন। পুলিশি বাধা না মেনে বিশ্বরোড যেতে চাইলে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ বাদে। পুলিশ বাধা দিলে পুলিশের উপর চওড়া হয় আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুর তিনটার পর উপজেলার অন্নদা স্কুল মোড়ে দফায় দফায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা কর্মিদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহত সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা দুপুর তিনটার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জমা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড় মোড়ে যাওয়ার জন্য রওয়ানা হয়। পরে আরো বিক্ষোভের সমর্থনকারীরা তারা একসাথে হয়ে অন্নদা স্কুল মোড়ে আসে তখনই সংঘর্ষ বাধে।
সংঘর্ষ থামাতে গিয়ে আমিসহ আরো কয়েক জন পুলিশ সদস্য ও সাধারণ মানুষ আহত হয়েছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।