কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের গায়েবানা জানাজা পড়ার সময় এক ইমামকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ওই ইমাম স্থানীয় বিএনপির নেতা।বুধবার দুপুরে মুন্সীগঞ্জের শহরের থানারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় আটক করা হয়েছে বিএনপির আরও এক নেতাকে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতির দায়িত্ব পান বিএনপি নেতা আব্দুর রহমান হিরন।
ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গায়েবানা জানাজায় ইমামের পেছনে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরা হাত বাঁধেন। এ সময় পুলিশ এসে হিরনকে ধরে ফেলে।
এছাড়া শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবউল আলম স্বপনকেও ধরে নিয়ে যাওয়া হয়। এরপরই গায়েবানা জানাজা পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয় ।