
নওগাঁর আত্রাই উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সাথে সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল মতবিনিময় সভা করেছেন।
বুধবার উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত গন্ডগোহালি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম,
এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথিকে তাদের সুদিনের কথাগুলো শোনান ভাতাভোগীরা। সুদিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ভাতাভোগী অনেকেই। তিনি জানান, বৃদ্ধ বয়সে সন্তানের কাছে খাবার এবং চিকিৎসার জন্য হাত পাততে হয়না উল্লেখ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং এমপি হেলালকে দুহাত তুলে দোয়া করেন তারা। সেইসাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মানিকসহ আ’লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য দেন।