
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,কারি ছাএরা ১৭ জুলাই বুধবার ১১ টায় দুমকি জনতা কলেজের ছাএ সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাএদের অংশ গ্রহনে নানা সড়কে বিক্ষোভ মিছিল করেছে। পরে বেলা ১১ টা থেকে আড়াই টা পর্যন্ত জনতা কলেজ সংলগ্ন ৩ টি সড়কে বেড়িগেট দিয়ে সড়ক বন্ধ করে দেয় তারা।ফলে সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। এতে সাধারন মানুষের জন দুর্ভোগের কবলে পড়তে হয়েছে ।