
জ্ঞান অর্জন, মেধার উতকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় উদ্বুদ্ধ একঝাঁক মেধাবীদের দ্বারা পরিচালিত নওগাঁর আত্রাইয়ে চেয়ারম্যান এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯ ঘটিকায় আত্রাই চেয়ারম্যান এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সংগঠক মোঃ খবিরুল ইসলামের (চেয়ারম্যান ৪নং পাঁচুপুর ইউনিয়ন) এর পরিচালনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৩০০ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজনের মাধ্যমে মেধা যাচাই করে ফলাফল তৈরি করার জন্য সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান আগত অথিতিরা। পাশাপাশি এই মহতি উদ্দ্যোগ ভবিষ্যতে চলমান রাখার আহ্বান জানান আত্রাই মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন সরদার, ইসলামি ব্যাংক আত্রাই শাখা ইনচার্জ আব্দুল্লাহ আল-গালীব, ত্রিয়োটিভ মডেল একাডেমির অধ্যক্ষ আরিফুল ইসলাস প্রমুখ।
পরে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করা হয়।