
সরকারি চাকরিতে কোটা সংস্কারের চলমান আন্দোলনে সংঘর্ষ এড়াতে শাহবাগে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এসময় শাহবাগ হয়ে টিএসসির দিকে যেতে পড়তে হচ্ছে তল্লাশির মুখে। সাংবাদিক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে অনুমতি মিলছে না কারো।
বুধবার (১৭ জুলাই) দুপুরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা যায়। এসময় বিপুল সংখ্যক পুলিশের সঙ্গে কয়েক প্লাটুন বিজিবিকেও দায়িত্ব পালন করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়,শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে বসেছে এই নিরাপত্তা চৌকি। পথচারীদের এই পথে চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। শুধুমাত্র শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখানো সাপেক্ষে প্রবেশ করতে পারছেন।
অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের জলকামান ও সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে শাহবাগ মোড়ে।
উল্লেখ্য,কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতদের প্রতিবাদে দুপুরে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টায় এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। সকালের দিকে কর্মসূচি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল ও বিক্ষিপ্ত হামলার খবর পাওয়া যাচ্ছে।
এর আগে,মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এদিন সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ডিআই/এসকে