নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে ভাঁসমান অবস্থায় এক গলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) এস এম মোঃ বিল্লাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে অজ্ঞাত লাশটি গলিত অবস্থায় উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) এস এম মোঃ বিল্লাল হোসেন জানান, রাতে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।