
বর্তমান বিশ্বের রুহানিয়াতের আধ্যাত্মিক মহা সাধক মোজাদ্দেদে জামান, আমিরে শরীয়ত, আমিরে তরিকার, আমিরে হিজবুল্লাহ, পীরে কামেল, শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ, ছারছীনা দরবারের পীর সাহেব হুজুর ইন্তেকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ও আশিকান ও মুরিদান শোকাহত, কান্নার ঢলে প্লাবিত সকল হৃদয়। হে রাব্বুল আলামিন আমাদের মুর্শিদ ও শায়খকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমাদের প্রাণপ্রিয় শায়খ এর ইন্তেকালে শোকাহত
শ্রদ্ধেয় শাহ সাহেবগণ ও হৃদয় বিদীর্ণ পরিবারের সকলকে এই কঠিন শোক সম্ভরনের ও ধৈর্য ধারণের আল্লাহ তায়ালা তৌফিক দান করুন।
মহান আল্লাহর অলি আজ ১৭ তারিখ ১০ই মহরম পবিত্র আশুরার রাত ২.১১ মিনিটে আল্লাহর প্রেমিক আল্লাহ সান্নিধ্যে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান মুর্শিদ আমিরে হিজবুল্লার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজ বাদ অনুষ্ঠিত হইবে। এই মহান আল্লাহর অলির জানাযায় অংশগ্রহণ করে সৌভাগ্য লাভের অনুরোধ রইল। অনুরোধক্রেমে আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক খান, পীর সাহেব(ছোট হুজুর) চৈতা দরবার শরীফ
প্রসঙ্গত: চৈতা দরবার শরীফ থেকে পাঠানো শোক বার্তা টিই প্রকাশ করা হয়েছে।