
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে শতাধিকের বেশি ককটেল, সাতটি দেশি-বিদেশি অস্ত্র,৫০০’র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবিপ্রধান দাবি করেন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে শতাধিকের বেশি ককটেল, সাতটি দেশি-বিদেশি অস্ত্র,
৫০০’র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে।
চলমান কোটা সংস্কার আন্দোলন একটা গ্রুপ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সেই দিকে নিবিড় পর্যবেক্ষণ রেখে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অভিযান চালানো হয়েছে বলে জানান হারুন।
ডিআই/এসকে