জামালপুরের ইসলামপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় কিশোর মোঃ ফজলে রাব্বী (১৬)কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকা হতে আটক করে।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানান, ভিকটিম গুঠাইল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে কিশোর মোঃ ফজলে রাব্বী (১৬) গুঠাইল বাজারস্থ মাদ্রাসায় লেখাপড়া করে। ভিকটিম স্কুলে যাতায়াতের পথে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ ফজলে রাব্বী ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ৯ই জুন রাত অনুমান ১১ টার দিকে কিশোর মোঃ ফজলে রাব্বী (১৬) বাদীর বসতবাড়ীতে গিয়ে ভিকটিমের সাথে কথা বলার জন্য যান। ভিকটিমকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম কান্নাকাটি করে ডাক-চিৎকার করলে বাদীসহ আশেপাশের লোকজন দ্রুত দৌড়ে ঘরে প্রবেশ করলে তাদেরকে দেখে ফজলে রাব্বি দ্রুত ঘর হতে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আটককৃত কিশোর মোঃ ফজলে রাব্বিকে ইসলামপুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।