
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, পটুয়াখালী র্ভাসিটিতে প্রত্যয় পেনশন স্কীম প্রত্যাহারের দাবীতে পবিপ্রবি’র র্কমর্কতা-র্কমচারীদের টানা র্কমবিরতি, অবস্থান র্ধমঘাট ও বিক্ষোপ মিছিল চলছে।পেনশন স্কীম বিধিমালা -২০২৩ প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের র্অন্তভুক্তি প্রত্যাহার ও র্কমর্কতাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২দফা সংযোজনের দাবীতে লাগাতার ১২ দিন ধরে র্কমবিরতি পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্কমর্কতা- র্কমচারীরা। দাবী আদায়ে ক্যম্পাসে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ অবস্থান র্কমসূচি অব্যাহত রাখছেন। র্কমসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অফির্সাস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক মোঃওয়াজকুরুনী,র্কমচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে শিক্ষকদেরও লাগাতার আন্দোলন, ক্লাস র্বজন, টানা অবস্থান র্কমসূচী চলছে।