
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬ জুলাই ৩টায় সারাদেশের ন্যায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবির টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলা চত্তরে শেষ হয়। মিছিলে স্লোগান ছিল কোটা প্রথা বাতিল কর, করতে হবে। ছাত্রদের উপর ছাত্রলীগের হামলা কেন? বিচার চাই, জবাব চাই। স্লোগানে মুখরিত করে তোলে পবিপ্রবি ক্যাম্পাস।