
নীলফামারীতে মরহুম কারী আবুল হোসেন’কে নিশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার (১৬- জুলাই) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পঞ্চগড় সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপস্থিত বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর শিক্ষক মরহুম ক্বারী আবুল হোসেন নীলফামারী সদর’কে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথার নিচে আঘাত করে নৃশংসভাবে আঘাত করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকারীদের আনতি বিলম্বে গ্রেপ্তার করে ন্যায় বিচারের দ্বাবিতে পঞ্চগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে আজকে মানববন্ধন করেছি শিক্ষক কল্যাণ পরিষদ, রংপুর বিভাগীয় কমিটি, পঞ্চগড় সদর, পঞ্চগড়।
আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন রংপুর বিভাগীয় সভাপতি মোঃ আবুল বাশার, পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মোশারফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মাহমুদা খাতুন সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পঞ্চগড় শাখার সদস্যরা।