ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

নান্দাইলে ১৩ বছর যাবত অবৈধভাবে পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের দায়িত্ব পালন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল,আলিম ও ফাযিল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অবৈধ উপায়ে ১৩ বছর যাবত দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উঠেছে নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, নান্দাইল দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ও উপজেলা আইনশৃক্সখলা কমিটির বর্তমান সদস্য মাও. আব্দুল হাই’ এর বিরুদ্ধে। জানাগেছে,বিগত ২০১১ সনে নান্দাইল উপজেলায় আলিম পরীক্ষা কেন্দ্র (কোড নং ২০২)এ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যক্ষ মাও. আব্দুল হাই। কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা করায় তৎকালীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাজমুল হুদা’র স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অধ্যক্ষ আব্দুল হাইকে অব্যাহতি প্রদান করেন এবং বোর্ড থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের পাবলিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য লিখিত বার্তা প্রদান করা হয়। এরপরবর্তী সময়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনের কোন নির্দেশনা না পেলেও অবৈধ উপায়ে ২০১২ সাল থেকে একের পর এক পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এক পর্যায়ে ২০২৪ সনে চলমান আলিম পরীক্ষা কেন্দ্রেও অধ্যক্ষ আব্দুল হাইকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালনের বিষয়টি পরীক্ষার্থীদের অভিভাবক সহ অভিজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ আব্দুল হাইকে বিষয়টি অবহিত করেন। পরে অধ্যক্ষ আলিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন থেকে সরে দাড়ান
এবং অব্যাহতি নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন বলে এই প্রতিবেদককে সেলফোনে জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল হাই। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ