
কোটা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক বৈষম্যমূলক কোটা সংস্কার, আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার (১৬-জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় তারা বলেন আমরা স্বাধীনতার বিপক্ষে না, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না। মুক্তিযোদ্ধারা সম্মানিত হবে তারা বিশেষ সুযোগ-সুবিধা পাবে এটা স্বাভাবিক। তবে একজন গরিব অসহায় দুঃস্থ পরিবার থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থী যদি মেধার ভিত্তিতে চাকরি না পায় তাহলে সে কোথায় যাবে। তাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পূর্ণ বহাল না করে মেধার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।