ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে চারদিকে জলবদ্ধতা

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে বিভিন্ন প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় স্কুল শিক্ষার্থীরা। রবিবার (১৪- জুলাই) দুপুর আনুমানিক বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে দেখা যায় চারদিকে পানি থৈ থৈ করছে। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চলাচলের দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় সাধারণ মানুষকে। একদিকে চলাচলে দুর্ভোগ অপরদিকে জলাবদ্ধতার কারণে বাড়ছে মশা -মাছির উপদ্রব। ব্যক্তিগত প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা কয়েকজন জানান, প্রয়োজনের তাগিদে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ে অবস্থিত বিআরটিএ অফিসে এসেছি। এখানে এসে যা দেখছি এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো না। জেলা প্রশাসকের কার্যালয়ের মত একটা গুরুত্বপূর্ণ জায়গার চারদিকে থৈথৈ করছে পানি। এখানে এসে পরনের কাপড় জুতো পানিতে ভিজেছে এবং পরিস্থিতির শিকার হয়ে জুতো খুলে হাতে নিয়েছি এভাবে মানুষের সামনে চলাটাও লজ্জাজনক। জেলার প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন এর কতিপয় কমলমতি শিক্ষার্থীরা বলেন, এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আমাদের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। পরনের কাপড় নোংরা হচ্ছে। এই নোংরা পানি আমাদের শরীরে লাগতেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছুদিন পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি গাড়ি পার্কিংয়ের স্থানে জেলা পরিষদের বরাদ্দে ইউনিব্লক এর কাজ করা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই এরকম উন্নয়নকে অপরিকল্পিত উন্নয়ন বলছে স্থানীয় সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান শেখ বলেন, ড্রেনের মাধ্যমে পূর্ব অংশ দিয়ে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই এই কাজ করা হবে।

শেয়ার করুনঃ