
ময়মনসিংহের নান্দাইলে এক নিরীহ মহিলার চোরাই ছাগল উদ্ধার সহ আন্তজেলা এক চোর ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ পিপিএম বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নির্দেশনা মোতাবেক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে চোরাই যাওয়া ছাগল সহ খোকন মিয়া (৩৫) নামে চোরকে গ্রেফতার করে।শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধলাপাতা গ্রামের ধলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি পিকআপ সহ উক্ত চোরাই ছাগল উদ্ধার ও চোরকে গ্রেফতার করা হয়। জানাগেছে, আন্তজেলা চোর চক্রের সদস্য খোকন মিয়া কিশোরগঞ্জ জেলার গাইটাল মহল্লার আফির উদ্দিনের পুত্র। এছাড়া উদ্ধার হওয়ায় ছাগলটির মালিক উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মানিক মিয়ার স্ত্রী তানজিনা আক্তার। শনিবার সকালে তাঁর বাড়ির পুকুরের সামনে থেকে পিকাআপে তুলে ছাগলটি চুরি করে নিয়ে যায় বলে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ১১ ঘন্টার মধ্যেই থানা পুলিশের সহায়তায় ছাগলটি ফিরে পাওয়ায় থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের প্রতি কৃতজ্ঞতা জানান। অপরদিকে রোববার থানা পুলিশের আরেকটি অভিযান টিম ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঝালুয়া নামক স্থান থেকে ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আলাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী আরিফ মিয়া (২৫)কে ২০ পিস ইয়াবা সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।