
সার্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে দুমকিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দরা।
১৪ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তাঁরা।
পরে দুপুর ১২ টায় তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।জানা গেছে, পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান প্রমুখ। এসময় বক্তাগন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।