
পটুয়াখালীতে সাবেক রাস্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে এ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা, পৌর সভা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি,সিনিয়র কো-চেয়ারম্যান জাতীয় পার্টি ও বিরোধী দলীয় উপনেতা জাতীয় সংসদ। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী – ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমীন হাওলাদার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী। এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল হক মিন্টু। এছাড়াও এ সভায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা, পৌরসভার, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত স্বরণ সভা ও দোয়া মিলাদে এসময় জাতীয় পার্টি, পটুয়াখালী জেলা, নানা উপজেলা, ইত্যাদি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শত শত নেতা- কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।