
কুড়িগ্রামে বন্যা কবলিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি,বাংলাদেশ পুলিশ ব্যারিস্টার মো.হারুন অর রশিদ।
রোববার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এলাকায় র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বন্যা কবলিত প্রায় ৫০০ পরিবারের নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় মহাপরিচালকের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ এবং গাইবান্ধার ফুলছড়ির বালাশিাঘাট এলাকায় র্যাব ফোর্সেস এর পক্ষ হতে বন্যার্তদের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল,আটা ইত্যাদি ত্রাণ সামগ্রী,শুকনো খাবার,চিড়া, মুড়ি,গুড়,বিস্কিট,বিশুদ্ধ পানি,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
মো.হারুন অর রশিদ বলেন,বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট,পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র্যাব জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে র্যাব ফোর্সেস। র্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে।
বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র্যাব ফোর্সেস কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য র্যাব ফোর্সেস এর মহাপরিচালক আহবান করছি।
তিনি বলেন,কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তাসহ যে কোন প্রয়োজনে সকলকে সংশ্লিষ্ট র্যাব কন্ট্রোলরুমের সাথে (মোবাইল নম্বর-০১৭৭৭৭১১৩৯৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রংপুর র্যাব-১৩ অধিনায়ক মেজর মো.কামরুল হাসান (এনডি), কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার,কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ডিআই/এসকে