
নড়াইলে নানা আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নড়াইলের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মাদক বিরোধী র্যালীতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণকরে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান ও সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর,নড়াইলের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।