পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াডের জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পাশের সরকারি জামলা খালটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন, দুমকি উপজেলা র্নিবাহী অফিসার ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ। এসময় দুমকি উপজেলা চেয়ারম্যান মোঃ কাওসার আমিন হাওলাদার ও দুমকি থানার অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ আবদুল হান্নান উপস্থিত ছিলেন। খাল অবৈধ দখলদারদের উচ্ছেদ র্কাযক্রম দেখতে খাল পাডে় শত শত মানুষ উপস্থিত হয়ে উক্ত
র্কাযক্রমকে স্বাগত জানান। এলাকাবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান সিকদার বলেন, র্দীঘদিন যাব এই খালটি স্থানীয় কিছু লোক তাদের অবৈধ ক্ষমতাবলে আইনের অপব্যবহার করে ব্যবহার করে আসছিল। যাতে এলাকার লোকজন ভোগান্তির শিকার হয়েছে। খালটি অবমুক্ত হওয়ায় এলাকার শত শত লোক খুশি যার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনও খালটি উন্মুক্ত করে দিলেন। এ ব্যাপারে উপজেলা র্নিবাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন,
জামলার খালটি প্রায় পাঁচ বছর র্পূবে ইজারা প্রদান করা হয়েছিল এবং সে ইজারার মেয়াদ পরর্বতী বছরের দুই বছর আগেই শেষ হয় গিয়েছে। তারপরেও গত বছরের ১৮ই জানুয়ারি অফিসিয়াল ভাবে উক্ত খালটি আর কখনোই ইজারা দেওয়া হবে না এই র্মমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা এলাকাবাসীর মাধ্যমে জানতে পাই একটি গ্রুপ খালটির দুই একর জায়গায় তারা মাছ চাষ করছে। গতকালকে জানতে পারি ওই খালটিতে মাছ ধরা তো দূরের কথা, পানি ব্যবহার এবং ঘাট ব্যবহার করতেও দিচ্ছে না অবৈধ দখলদাররা। তার প্রেক্ষিতে আমি ও উপজেলা চেয়ারম্যান এখানে এসে সকল কাগজপত্র র্পযবেক্ষণ করে দেখি তাদের পুরো দখলটাই অবৈধ ছিল। শুক্রবার সকালে এলাকাবাসীর সহায়তায় সর্ম্পূণ খালটি পরিষ্কার করি এবং বিকালে দুইবার জাল টেনে মাছ ধরা হয়। যারা মাছ ধরেছে তাদের ভিতর কিছু বিতরণ করি অবশিষ্ট মাছ জায়গায় দাঁডি়য়ে আট হাজার দুইশত টাকা নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাকারে জমা দেওয়া হবে খাস আদায় হিসেবে। খালটি অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার বলেন, খাল এমন একটি বিষয় যেটি হল এলাকাবাসীর সকল র্কাযক্রমের অংশীদার হিসেবে কাজ করে। আমরা দুমকির বিভিন্ন খালে ইতিমধ্যেই পোনা মাছ অবমুক্ত করেছি যাতে সকলে সমান ভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে। দুমকি উপজেলার যে সকল খাল গুলো অবৈধ দখলদারদের আওতায় রয়েছে তাদের স্ব স্ব উদ্যোগে মুক্ত করে দেয়ার জন্য অনুরোধ করছি অন্যথায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে করা হবে। জামলার খালটি অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করা হলো।