
নড়াইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দেশ নায়ক তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা কৃষকদলের আহবায়ক মোঃ নবীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন এর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ আলী মোল্যা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হাসান, সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অশোক কুন্ডু, মোঃ আসাদুজ্জামান জামান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মোমিনুর রহমান, প্রচার সম্পাদক সামসুর রহমান সামস, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী খাইরুল্লাহ শিপন,
মাগুরা জেলা কমিটির আহকায়ক রোবায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব নিয়াজ আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির প্রমূখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। মত বিনিময় সভায় জেলা কৃষকদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।