
ছাগলকে পাতা খেতে না দেয়ার ঘটনায় এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউপির গহিনখালী গ্রামে। আহতের নাম মোঃ জাফর হাওলাদার।তার স্ত্রী আসমা বেগম সাংবাদিকদের জানান, রবিবার বিকালে তিনি তার ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিলেন।তখন একই বাড়ির হাসান পন্ডিতের ১টি ছাগল ঐ পাতা খেতে আসলে তিনি তাড়িয়ে দেয়।
এ ঘটনায় হাসান পন্ডিতের স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। উক্ত গালাগালির বিষয় তিনি প্রতিবাদ করলে হাসান পন্ডিতের ছেলে আরমান লাঠি দিয়ে সেখানে থাকা তার স্বামীর মাথায় সজোড়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে।
এ খবর পেয়ে তার ছেলে মো. জিহাদ বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় চিকিৎসকরা।পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সোমবার জাফর হাওলাদারকে এ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৬ টি সেলাই লেগেছে বলে জানা যায়। আসমা বেগম সাংবাদিকদের জানান, পূর্বের জের ধরে হাসান পন্ডিতের ইন্ধনেই তার ছেলে আরমান তার স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে। এর আগে হাসান পন্ডিত তাকে মারধর করে তার মাথা ফাটিয়েছিল।
সে ঘটনায় স্থানীয়রা শালিস বিচার করেছিল। তিনি তার স্বামীকে মারধরের বিচার চায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জাফর হাওলাদার সাংবাদিকদের জানান।