
পটুয়াখালীর দুমকিতে ০২টি ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন থানায় একাধীক মামলার আন্তঃ জেলা পেশাদার চোর চক্রের ৩সদস্যকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিউর রহমান এর তদারকিতে ৪নং বিট অফিসার এসআই শাহীন হোসেন সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজনের সহায়তায় অদ্য ১৩ই জুলাই রোজ শনিবার দুপুর ১টার দিকে দুমকি উপজেলার আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ থেকে ২টি বাদমী রংয়ের ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন জেলায় একাধীক মামলার ৩জন আন্তঃ জেলা পেশাদার চোর আটক করেছে ।
আটককৃত ১নং আসামি এলেন প্যাদা (৩৫) পিতা -ইউনুচ প্যাদার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।২নংআসামি রুবেল হাওলাদার (সিএনজি চালক) পিতা মৃত্যু আব্দুর রব হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার কেওড়া ইউনিয়নের পাকমহর বড়বাড়ি গ্রামে এবং তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।৩নং আসামি সম্রাট শিকদার(৩৫) পিতা- রফিক সিকদার ঝালকাঠি জেলার নলছিটি থানার মুখিয়া গ্রামে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।