
নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের ইত্তররামপুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে মরয়ম (৭)নামের এক শিশুর কন্যার মৃত্যু হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার পরে বাড়ীর পূর্ব পাশের বারান্দায় খেলা করছিলিন শিশু মরিয়ম,সেইখানে জ্বালানির জন্য রাখাছিল খরি, খড়ির ভেতর থেকে একটি সাপ এসে কামড় দিয়ে পালিয়ে যায়।
মরিয়ম তার মাকে সাপের কামুড়ের কথা জানালে মরয়মের মা সংগে সংগে কবিরাজ খোঁজাখুঁজির পরে কবিরাজ না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উত্তররামপুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।