
পঞ্চগড়ে’র বোদা উপজেলায় ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক এক জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী নাম মোঃ ভুট্টু (৩৫)। তিনি উপজেলার নাউতারি সায়েরপাড়া এলাকার মৃত আইনুদ্দিন এর ছেলে। শুক্রবার (১২- জুলাই) ২০২৪ খ্রিঃ ইং তারিখ রাতে বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায়, বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আলমগীর, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ০৫ নং বড়শশী ইউপির ০২ নং ওয়ার্ডের তেতুলের মোড় নামক স্থানে জনৈক মোঃ আজাহারুল ইসলাম এর মুদি দোকানের সামনে বগদুলঝুলা হতে ভাউলাগঞ্জ গামী পাকা রাস্তায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় আসামি ১। মোঃ ভূট্টু (৩৫), কে অবৈধ মাদকদ্রব্য ৪০০ (চারশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়। এ সময় অপর পলাতক আসামী মোঃ শাহ আলম (৩৫), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং নাউতারী পাহারিয়াপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় কৌশলে দৌড়িয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন, আসামীদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৩, তারিখ ১৩/০৭/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান সবসময় অব্যাহত থাকবে।