
মঙ্গলবার ( ৭ নভেম্বর ) কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. রুহুল আমীনসহ বাংলাদেশ পুলিশের ১৫০ জন পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
তার এই পদোন্নতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে